রাজধানীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:০৬ পূর্বাহ্ন, ১৮ই নভেম্বর ২০২২


রাজধানীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল কাঁচাবাজারে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অভিযান চালিয়েছে। জানা গেছে, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষে এ অভিযান চালায় সংস্থাটি।


আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ১১ টার দিকে অভিযান শুরু করে সংস্থাটি। এদিকে অভিযান চলে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত। এ সময়ে ব্যবসায়ীদের খাদ্যপণ্যে ভেজাল না করতে হুশিয়ারি প্রদান করা হয়।


এদিকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক ড. সহদেব চন্দ্রসাহার নেতৃত্বে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।


এছাড়াও অভিযানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের গুনগত মান পরীক্ষা করা হয়। অন্যদিকে বাজারে নিষিদ্ধ বাঘাইর মাছ থাকায় সেটি জব্দ করা হয়।