চোখ জানাবে কত দিনে কার কী রোগে মৃত্যু!


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


চোখ জানাবে কত দিনে কার কী রোগে মৃত্যু!

চোখের মণিতে কি শুধুই হৃদয়েরগোপন কথাটি লুকিয়ে থাকে? না। হয়তো লুকিয়ে থাকে আরও বেশি কিছু। চোখের ভাষায় এবার হয়তো পড়ে নেওয়া যাবে মৃত্যুর সময়ও। অন্তত এক দশক আগেই। হ্যাঁ, শুধু চোখ দেখেই এবার বলে দেওয়া যাবে আমার, আপনার আয়ু আর কত দিন! কি়ডনির অসুখে, নাকি হৃদরোগে অথবা স্নায়ুরোগে, মৃত্যু হবে কীভাবে তা- ধরে ফেলা যাবে আগেভাগেই। স্রেফ রেটিনা পরীক্ষা করেই।

সম্প্রতি একটি নজরকাড়া গবেষণা খবর দিয়েছে। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকাব্রিটিশ জার্নাল অব অপথ্যালমোলজি’–তে। গবেষণা জানিয়েছে, এই চিকিৎসা পদ্ধতির কোনো হ্যাপা নেই তেমন। রোগীকে ভোগ করতে হবে না যন্ত্রণাও। দুজন সমবয়সির শরীরের দেহকোষগুলোর ক্ষয় বয়সের সঙ্গে সঙ্গে একই হারে হয় না। কারও ক্ষেত্রে তা হয় দ্রুত হারে। কারও ক্ষেত্রে তা কম। এখানেই বছরের হিসাবে মানুষের বয়সের সঙ্গে তার দেহকোষের আয়ুর (‘বায়োলজিক্যাল এজ’) তফাতটা হয়ে যায়। খবর আনান্দবাজার’য়ের।

' ); }

বিজ্ঞাপন

Janobani Squire Ad

পাঠকপ্রিয়