‘খাদ্য সংকটের কোনও সম্ভাবনা নেই’


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৩:৩৬ পূর্বাহ্ন, ১৮ই নভেম্বর ২০২২


‘খাদ্য সংকটের কোনও সম্ভাবনা নেই’
ফাইল ছবি

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে খাদ্য সংকট বা দুর্ভিক্ষ হওয়ার সামান্যতম সম্ভাবনা নেই।


আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে এসব কথা জানান তিনি।


তিনি বলেন, বাংলাদেশে এখন আমন মৌসুম চলছে। ডোমেইনিকো স্কালপেলি আমাকে জানিয়েছেন, তাদের কাছে তথ্য আছে কোনোক্রমেই বাংলাদেশে খাদ্য সংকট বা দুর্ভিক্ষ হওয়ার সামান্যতম সম্ভাবনা নেই। 


তিনি বলেন, বিশ্ব খাদ্য কর্মসূচির কান্ট্রি রিপ্রেজেনটিটিভ আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। সংকটের কথা অনেকেই বলছে, এ পরিস্থিতিতে বাংলাদেশকে তারা কীভাবে দেখছে এবং কীভাবে ভবিষ্যতে এখানে তারা কাজ করবে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। 

জেবি/ আরএইচ/