ডলার সংকট দ্রুতই কাটছে: গভর্নর


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:০৫ পূর্বাহ্ন, ১৮ই নভেম্বর ২০২২


ডলার সংকট দ্রুতই কাটছে: গভর্নর
ফাইল ছবি

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার বলেছেন, খুব সহসাই ডলার সংকট কাটছে। আগামী বছরের জানুয়ারি থেকে দেশে ডলার সংকট থাকবে না।


হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বৃহস্পতিবার এক সেমিনারে তিনি এসব কথা জানান।


কেন্দ্রীয় ব্যাংক গভর্নর বলেন, ‘আগামী জানুয়ারি মাস থেকে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার সংকট আর থাকবে না। এখনও কোনো সংকট নেই, তবে দেশে আন্ডার ইনভয়েসিংঠেকাতে আমরা সতর্ক অবস্থান নিয়েছি।’


তিনি বলেন, হুন্ডি প্রতিরোধে কঠোর নজরদারি করছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে ওভার ইনভয়েসিং (বেশি মূল্য দেখানো) এবং আন্ডার ইনভয়েসিং শূন্যতে নামিয়ে রাখা গেছে।

জেবি/ আরএইচ/