আ.লীগ গণতন্ত্রকে সুসংহত করেছে: শেখ হাসিনা


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ১০:৪৩ পিএম, ১৯শে নভেম্বর ২০২২


আ.লীগ গণতন্ত্রকে সুসংহত করেছে: শেখ হাসিনা
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আ.লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশের গণতন্ত্র সুসংহত হয়েছে


আজ শনিবার (১৯ নভেম্বর) আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভায় এমন মন্তব্য করেন তিনি।


প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের শাসনামলে ছিল হত্যা, দুর্নীতি, সন্ত্রাস, মানি লন্ডারিং আর ভোট চুরি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাতেই দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে।


সভায় রিজার্ভ নিয়েও কথা বলেন সরকারপ্রধান। বলেন, মানুষের কাজে লাগানোর জন্য রিজার্ভের টাকা ব্যবহার হয়েছে।


বঙ্গবন্ধুকন্যা বলেন, যারা বলেন রিজার্ভের টাকা কোথায় গেল। কেন খরচ হচ্ছে। তাদের বলছি রিজার্ভের টাকা গেছে গম, ভূট্টা, ভোজ্যতেলসহ মানুষের খাদ্য কেনায়, সার কেনায়, মানুষের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য।

জেবি/ আরএইচ/