রিজার্ভ আগামী ৫ মাস চলবে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে আগামী ৫ মাস চলার মত রিজার্ভ আছে। তিনি বলেন, তিন মাসের রিজার্ভ যদি থাকে সেটাই যথেষ্ট। এর বেশি রিজার্ভের প্রয়োজন হয় না।
আজ শনিবার (১৯ নভেম্বর) গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভায় তিনি এসব কথা জানান।
শেখ হাসিনা বলেন, দেশের উন্নয়নের স্বার্থেই রিজার্ভের টাকা খরচ হয়েছে। রিজার্ভের টাকায় গম, ভূট্টা, সার ও ভোজ্যতেলসহ মানুষের খাদ্য এবং দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য খরচ হয়েছে।
তিনি বলেন, বিনামূলে যারা করোনার টিকা নিয়েছেন তারা যদি বলে রিজার্ভের টাকা গেল কোথায়। রিজার্ভের টাকা আমরা দেশের মানুষের জন্য খরচ করেছি। করোনা মহামারির কারণে বিশ্বব্যাপী একটা সংকট সৃষ্টি হয়েছে। যখনই করোনা পরিস্থিতি ভালো হলো এরপরই শুরু হলো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।
জেবি/ আরএইচ/