জঙ্গি ছিনিয়ে নেয়ার ঘটনায় সবাই প্রশিক্ষণপ্রাপ্ত: ডিএমপি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২২
আদালত থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি ছিনিয়ে নেয়ার ঘটনায় জড়িতরা সবাই প্রশিক্ষণপ্রাপ্ত বলে নিশ্চিত করেছে ডিএমপি। তারা জানিয়েছে, এ ঘটনায় মেজর জিয়া ছিল মাস্টারমাইন্ড।
জানা গেছে গতকাল রোববার (২০ নভেম্বর) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে থেকে জেএমবির দুই সদস্যকে ছিনিয়ে নেয় জঙ্গিরা। মোটরসাইকেলে করে এসে তাদের ছিনিয়ে নেয়া হয়।
এদিকে এ ঘটনায় আসামিদের ধরতে সহযোগিতা করলে ১০ লাখ টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।