জাতিসংঘের মানবাধিকার মিশন আমাদের স্বার্থের বিরুদ্ধে যাবে না: উপদেষ্টা তৌহিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৪৫ পিএম, ২৪শে জুলাই ২০২৫

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের স্বার্থে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার মিশন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি আমাদের স্বার্থের বিরুদ্ধে যাবে না।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব কথা বলেন তিনি।
মানবাধিকার মিশন চালু নিয়ে ভিন্ন মত নিয়ে তৌহিদ হোসেন বলেন, এই অফিস স্থাপনের বিষয়ে দুই বছর পর রিভিউ করা যাবে। চাইলে ৬ মাসের নোটিশে যে কোনো সময় সরিয়ে দেওয়া যাবে। তবে আমার মনে হয় না, সে রকম পরিস্থিতি সৃষ্টি হবে। আমরা তো নিজেদের স্বার্থ দেখেই কাজটি করেছি।
আরও পড়ুন: কাউকে গ্রেপ্তারের আগে যেসব বিষয় মানতে হবে
এই উপদেষ্টা বলেন, তাদের প্রস্তাবের পর যে একটি এগ্রিমেন্ট সই করে দিয়েছি এমন নয়, আমরা দীর্ঘ সময় নিয়েছি। আমাদের স্বার্থ যেন ক্ষুণ্ণ না হয়, সেটা দেখেই করেছি।
ব্রহ্মপুত্রে চীনের জলবিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাস্তবায়ন করছে। এতে বাংলাদেশের ওপর কোনো প্রভাব পড়বে কি না জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, আমাদের দলগুলোর উৎস আমাদের দেশে নয়। সেই নদীগুলোর ওপরে অবকাঠামো হয়েছে, হতে থাকবে। আমরা সেটা ঠেকাতে পারব না। আমাদের দেখতে হবে যে, এতে করে আমাদের ক্ষতি যাতে না হয়। যদি হয় সেটা যেন খুব সীমিত থাকে। এটা আমাদের চেষ্টা থাকবে।
আরও পড়ুন: মাইলস্টোন ট্র্যাজেডি: ডিএনএ টেস্টে ৫ মরদেহের পরিচয় শনাক্ত
তিনি বলেন, চীনের রাষ্ট্রদূত আমার কাছে এসেছিলেন, এটা নিয়ে আলোচনা হয়েছে। তিনি আমাদের জানিয়েছেন, একটা বাঁধ দিয়ে যে হাইড্রো পাওয়ার তৈরি হয়, এটা তেমন নয়, তারা নতুন প্রযুক্তি ব্যবহার করছেন। কয়েক ধাপে পানি ব্যবহার করছেন, এর মাধ্যমে পানি প্রত্যাহার হবে না বলে তারা আশ্বস্ত করেছেন। কাজেই এটা নিয়ে বিচলিত হওয়ার কারণ নেই।
যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক প্রত্যাহার নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আলোচনা এখনো শেষ হয়নি। যারা আলোচনা করছে, আপনারা তাদের জিজ্ঞেস করুন। মাঝ পথ থেকে আমার কথা বলাটা উচিত হবে না।
এমএল/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

পল্লী বিদ্যুৎ কর্মীদের কাজে ফেরার আহ্বান, না এলে বিকল্প ব্যবস্থা: উপদেষ্টা

পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের ১৪ কর্মকর্তার বদলি

প্রবাসীদের জন্য সুখবর দিলেন সিইসি, আসছে ‘পোস্টাল ব্যালট বিডি’

পাকিস্তানের প্রধানমন্ত্রীর হাতে ড. ইউনূসের চিঠি তুলে দিলেন ধর্ম উপদেষ্টা
