নারী নেত্রীকে মহিলা আওয়ামীলীগের পদ থেকে বহিষ্কার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ এএম, ২২শে নভেম্বর ২০২২


নারী নেত্রীকে মহিলা আওয়ামীলীগের পদ থেকে বহিষ্কার
প্রতীকী ছবি

নেত্রকোনার কেন্দুয়ায় দলীয় শৃংখলা ও সংগঠন  পরিপন্থী এবং দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করার অপরাধে সান্দিকোনা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দা নাছিমা আক্তারকে দলীয় পদ থেকে সাময়িক ভাবে বহিষ্কার করেছে উপজেলা মহিলা আওয়ামীলীগ। 


রবিবার( ২০ নভেম্বর)  রাতে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে তার বহিষ্কার আদেশ প্রদান করা হয়।  উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি  বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।


উল্লেখ্য যে সান্দিকোনা ইউনিয়নের মুকুন্দাবাদ গ্রামের শিক্ষক মোহাম্মদ আলীর স্ত্রী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দা নাছিমা আক্তার দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে দেহ ব্যবসাসহ মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন বলে এলাকাবাসির কাছ থেকে অভিযোগ পাওয়া যায়। 


এলাকার লোকজন এ ঘটনার প্রতিবাদ জানালে উল্টো তাদের ভয়ভীতি দেখিয়ে আসছিলেন তিনি। এসব অপকর্মে বন্ধে এলাকাবাসী নানা ভাবে চেষ্টা করেও ব্যর্থ হন।এরই প্রতিবাদে ওই নারীনেত্রীর অপকর্ম বন্ধের দাবিতে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) কেন্দুয়া - আঠারবাড়ি সড়কের বঙ্গানিয়া মোড়ে বিক্ষোভ ও মানববন্ধন করেন এলাকার লোকজন।  


আরএক্স/