কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে বিশ্বকাপের উদ্বোধন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০১:৫১ এএম, ২২শে নভেম্বর ২০২২

গতকাল (রোববার) ২০ নভেম্বর রাত ৮ টায় শুরু হয়েছে কাতার বিশ্বকাপ ২০২২। খেলাটি শুরু হয় কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে। উদ্বোধনী ম্যাচে তারা ২-০ গোলে হারিয়েছে কাতারকে।
তবে তার আগে মরুর দেশ কাতারের আল-বায়েত স্টেডিয়ামে চোখ ধাধানো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠে বিশ্বকাপের ২২তম আসরের। মধ্যপ্রাচ্যে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ’।
অনুষ্ঠানে শুরুতেই পবিত্র কুরআনের আয়াত তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় মূল আয়োজন।
অনুষ্ঠান সঞ্চালনা করতে প্রথমেই মঞ্চে আসেন আমেরিকান সুপার স্টার মরগ্যান ফ্রিম্যান। এরপর উন্মোচিত হয় এবারের বিশ্বকাপের মাসকট ‘লাইব’।
জেবি/ আরএইচ