সৌদির বিপক্ষে আর্জেন্টিনার মিশন শুরু


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৩:২৫ পূর্বাহ্ন, ২৩শে নভেম্বর ২০২২


সৌদির বিপক্ষে আর্জেন্টিনার মিশন শুরু
ছবি: ইন্টারনেট

সৌদি আরবের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল আর্জেন্টিনা। বাংলাদেশ সময় (২২ নভেম্বর) বিকাল ৪টায় শুরু হয় ম্যাচটি। ম্যাচটি সরাসরি দেখা যাচ্ছে টিভি চ্যানেল টি-স্পোর্টস, গাজী টিভি এবং বিটিভিতে।


জানা গেছে, টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকেই বিশ্বকাপে এসেছে আর্জেন্টিনা। মেসি আগেই ঘোষণা দিয়েছিলেন, কাতার বিশ্বকাপ’ই তার শেষ। 


কাতারের আইকনিক লুসাইল স্টেডিয়ামে মাঠে নামার আগে জানা গেছে সৌদি আরবের বিরুদ্ধে কোন দল নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচে আরবদের বিপক্ষে জয়ের লক্ষ্যে ৪-২-৩-১ ফরমেশনে নিজেদের কৌশল সাজিয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।


এ রিপোর্ট লেখা পর্যন্ত আর্জেন্টিনার মেসি ১ গোল করেছে।

জেবি/ আরই