ব্রাজিলকে ভয় পাই না : সার্বিয়া কোচ


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১১:৫৪ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২২


ব্রাজিলকে ভয় পাই না : সার্বিয়া কোচ
ছবি: রয়টার্স

মাঠে নামছে ফিফা র‌্যাঙ্কিংয়ের এক নাম্বার দল ব্রাজিল। তাদের প্রতিপক্ষ সার্বিয়া। কিন্তু র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও সেটা মাথায় নিতে চান না সার্বিয়া কোচ দ্রাগান স্তয়কোভিচ।


আজ হঠাৎ এক সংবাদ সম্মেলনে কোচ বলেন, ‘আমরা কাউকে ভয় পাই না, এমনকি ব্রাজিলকেও না।’


দ্রাগান স্তয়কোভিচ বলেন, ‘কোনো সন্দেহ নেই ব্রাজিল দারুণ দল। তাদের একটা সোনালি প্রজন্ম আছে। আমরাও প্রস্তুত, খুব কঠিন একটা ম্যাচের প্রত্যাশা করছি।


তিনি বলেন, ‘ব্রাজিল নিশ্চিতভাবেই বিশ্বকাপের সেরা দাবিদার। কিন্তু আমরা নিজেদের দিকেই তাকাতে চাই। এমন ফুটবল খেলতে চাই, যা দেশকে গর্বিত করে।’

জেবি/ আরএ্চ