মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ইব্রাহিম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২২
মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হয়েছেন দেশটির বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম। আজ বৃহস্পতিবার দেশটির রাজপ্রাসাদ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম সান ডেইলি তাদের এক প্রতিবেদনেও এমন তথ্য জানিয়েছে। প্রতিবেদনে তারা বলেন, দেশটির স্থানীয় সময় আজ বিকেল ৫টায় আনোয়ার শপথ নেবেন। দেশটির রাজা আল–সুলতান আবদুল্লাহের এই শপথ বাক্য পাঠ করাবেন।
এক বিবৃতিতে বলা হয়েছে, আজ সকালে মালয়ের শাসকদের মধ্যে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় দেশটির রাজা মালয়েশিয়ার ভবিষ্যৎ রক্ষায় সংসদ সদস্যদের মধ্যে ঐক্যের আহ্বান জানান।
জেবি/ আরএইচ