তেহরানে দফায় দফায় বিস্ফোরণ, আকাশে আলোর ঝলকানি
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০১:৫৭ পিএম, ২৮শে জুন ২০২৫

ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে এসলামশাহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অঞ্চলটিতে সঙ্গে সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়।
প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে ইরানভিত্তিক গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, বিস্ফোরণের পর অল্প সময়ের মধ্যেই পশ্চিম তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে।
আরও পড়ুন: পবিত্র আল-আকসা চত্বরে নাচ-গানের অনুমতি দিলো ইসরায়েল
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ সংক্রান্ত একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশিত হয়েছে। সেই ভিডিওতে পর পর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ক্ষেপণাস্ত্র, ড্রোন কিংবা গোলা— ঠিক কোন যুদ্ধাস্ত্র নিক্ষেপের ফলে বিস্ফোরণ ঘটেছে তা এখনও জানা যায়নি। তেমনি কোথা থেকে হামলা করা হয়েছে বা কারা হামলা কলেছে এবং হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে— এসব তথ্য এখনও অজানা।
আরও পড়ুন: গাজায় ব্যর্থতার কথা স্বীকার করলেন ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী
প্রসঙ্গত, পরমাণু প্রকল্প নিয়ে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের সংলাপ চলার মধ্যেই ‘ইরান পরমাণু বোমা তৈরির দোরগোড়ায়’- অভিযোগ তুলে বৃহস্পতিবার (১২ জুন) রাজধানী তেহরান ও অন্যান্য শহরে বিমান অভিযান শুরু করে ইসরয়েল। সেই অভিযানের জবাব দিতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো শুরু করে ইরানও। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল।
এমএল/