মেসির জাদুতে আর্জেন্টিনার জয়
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২২

অবশেষে স্বস্তি পেয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার ম্যাচে ২-০ গোলে মেক্সিকোর বিপক্ষে জয় পেয়েছে আর্জেন্টিনা।
কাতারের লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হয় ম্যাচটি। বাঁচা-মরার এই লড়াইয়ে আজকের ম্যাচে পাঁচটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে লিওনেল স্ক্যালোনির দল।
উল্টো ম্যাচের প্রথমার্ধে সবচেয়ে বড় সুযোগটি পেয়েছিল মেক্সিকো। ৪৫তম মিনিটে ভেগার নেওয়া ফ্রি কিক দারুণ দক্ষতায় ঝাঁপিয় ধরেন আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস। গোল না পেলেও ৬৪ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখেছে আর্জেন্টিনা।
এদিকে ম্যাচ শেষের ১৫ মিনিট বল বেশি ছিল আর্জেন্টিনার পায়ে। যার পুরস্কার আসে ৮৭তম মিনিটে। কর্নার থেকে সরাসরি বক্সে বল না পাঠিয়ে ছোট পাসে জায়গা তৈরি করে আর্জেন্টিনা। সেখানেই মেসির কাছ থেকে বল পেয়ে দুর্দান্ত এক শটে মেক্সিকোর জালে লক্ষ্যভেদ করেন অ্যানো ফার্নান্দেস। ওই গোলেই নিশ্চিত হয় এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম জয়।