রাজনৈতিক কারণে সমালোচনার শিকার নেইমার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৩:৫৭ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২২

এবার দারুণভাবে বিশ্বকাপের যাত্রা শুরু করেছে ফেভারিট টিম ব্রাজিল। তবে এর মাঝেও যেন কিছুটা বিপত্তি থেকেই যায়। সেটা হলো নেইমারের ইনজুরি।
সেরা স্ট্রাইকার ইনজুরিতে থাকলে দেশের মানুষরা সহানুভূতি দেখাবে এটাই নিয়ম। কিন্তু এখানে যেন বড় বিপত্তি। তার নিজের দেশের মানুষরাই তাকে নিয়ে সমালোচনা করছে। করছে ট্রলও।
এই ট্রলের নেপথ্যের ঘটনা জানতে কার না ইচ্ছে করে। চলুন জানি নেইমারকে নিয়ে ট্রল করার কারণ।
বিভিন্ন সংবাদমাধ্যমে নেইমারকে নিয়ে ট্রল করার জন্য মূলত যে কারণটি উঠে এসেছে সেটি হলো রজনৈতিক ইস্যু।
এ নিয়ে একটি বার্তা সংস্থার কাছে মুখ খুলেছেন সতীর্থ কাসেমিরো। কসেমিরো জানান, কিছুদিন আগে ব্রাজিলের নির্বাচনে বামপন্থী লুলা দ্য সিলভার বিরুদ্ধে প্রেসিডেন্ট ইলেকশনে জইর বলসোনারোকে সমর্থন দিয়েছিলেন নেইমার। এখানেই শেষ নয়।
তিনি আরও জানান, বলসোনারোকে সমর্থন জানাতে গিয়ে নেইমার বলেছিলেন, এবারের বিশ্বকাপে তার প্রথম গোলটা তিনি বলসোনারোকেই উৎসর্গ করবেন। তাতে ব্রাজিল জনতা মুখ ফিরিয়ে নিয়েছে নেইমারের দিক থেকে।
তিনি বলেন, নেইমারের প্রতি এমন আচরণ মেনে নেয়া যায় না। আপনি অন্য কারো অমঙ্গল চাইতে পারেন না। নেইমার একজন ভালো মানুষ। তিনি অন্যদের অনেক সাহায্য করেন। নেইমার বিশ্বের অন্যতম সেরা একজন ফুটবলার। আমি তার সঙ্গে খেলতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি। তার মত ফুটবলারকে দল থেকে হারানো বিশাল ক্ষতি।
জেবি/ আরএইচ/