স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক মহাবিজয়ের মহানায়ক অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‘মহাবিজয়ের মহানায়ক’। একাডেমির বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় বুধবার (২ ফেরুয়ারি) সন্ধ্যা ৬ টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে আরিফুল ইসলাম অর্ণব এর পরিচালনায় আর্টিস্ট্রি পরিবেশন করে নৃত্যালেখ্য ‘বীরাঙ্গনা’এর পর শুর হয় আলোচনা পর্ব। আলোচনা পর্বে স্বাগত বক্তব্য দিয়েছেন একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো, একাডেমির মহাপরিচালকের লিয়াকত আলী লাকী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: আবুল মনসুর। ধন্যবাদ জ্ঞাপন করেছেন একাডেমির সচিব জনাব মো: আছাদুজ্জান।
সাংস্কৃতিক পর্বে একে একে সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হয়। ‘দেখ চোখ মেলে শোনো কান পেতে’ গানের সাথে সাহিদা রহমান সুরভীর পরিচালনায় বহিৃশিখা নৃত্যদল নত্য পরিবেশন করে। সুইটি দাস চৌধুরীর পরিচালনায় পরিবেশিত হয় নৃত্যালেখ্য ‘স্মৃতিতে সোহাগ পুর’। মেহেরাজ হক তুষার এর পরিচালনায় রিদম্ ড্যান্স গস্খুপ পরিবেশন করে নৃত্যালেখ্য ‘মুক্তিযোদ্ধার বৌ’।
স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী রুপা ফরহাদ, মোঃ রফিকুল আলম. আকরামুল ইসলাম পরিবেশন করেন ‘ও আমার দেশের সোনা’; মনোরঞ্জন ঘোষাল পরিবেশন করেন ‘ও দরদী নাইয়ারে তুমি কি টুঙ্গি পাড়ায় যাও’; শিবু রায় পরিবেশন করেন ‘স্বাধীনতা আমার মায়ের আঁচল’।
সংগীত পরিবেশন করেন সরকারী সংগীত মহাবিদ্যালয়ের মাইনুল আহসান, এম এ মোমিন পরিবেশন করেন ‘মুজিব বাইয়া যাওরে’; ঊর্বী সোম পরিবেশন করেন ‘তোমাকে ছালাম হে জাতির পিতা; আশা খন্দকার পরিবেশন করেন ‘দুখিনী বাংলা জননী বাংলা’।
কণ্ঠশিল্পী নবীব কিশোর গৌতম পরিবেশন করেন ‘এ দেশ ধন্য জাতী ধন্য বিশ্ব বিবেক ধন্য’; বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পী শারমিন আক্তার শাওন পরিবেশন করেন ‘বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপনের স্বাধীন বাংলায়’ রোকসানা আকতার রূপসা পরিবেশন করেন ‘আমি বঙ্গবন্ধুর লাগিয়া কাঁদি আজ ও নিশি জাগিয়া’
কবিতা পাঠ করেন কবি নরুল হুদা, কবি আসলাম সানী, ঝর্ণা সরকার পরিবেশন করেন কবি নির্মলেন্দু গুণ এর ‘শোকগাঁথা ১৬ আগস্ট ১৯৭৫’। অনুষ্ঠান সঞ্চালনা করেন তামান্না তিথি।
এসএ/