টিটু বাঙ্গালী অভিনীত নাটক

“শশুর বাড়ি বরিশাল” চাঁদ রাতে প্রচার হবে এন টিভি তে


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৯:১৯ অপরাহ্ন, ২৯শে মার্চ ২০২৫


“শশুর বাড়ি বরিশাল” চাঁদ রাতে প্রচার হবে এন টিভি তে
ছবি: সংগৃহীত

সম্প্রীতি কাজ করেছেন “শশুর বাড়ি বরিশাল’’ শিরোনামের একটি নাটকে তিনি মূল চরিত্র অভিনয় করেছেন তার বিপরীতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা জামান, মাসুম বসার, রিনা খানসহ আর ও অনেকে।


নাটকটি প্রযোজনা করেছেন- নাসের আজমি পাসা, পরিচালনায় আছেন এস, আই, সোহেল, নাটকটি রচনা করেছেন সজিবুর রহমান পিনটু।


আরও পড়ুন: হঠাৎ লুঙ্গি পরে যে বার্তা দিলেন বুবলী


যদি ঈদ সোমবার (৩১ মার্চ) হয় তবে চাঁদ রাত ৯.৩০ মিনিটে  যাবে আর যদি ১ লা এপ্রিল ঈদ হয় তাইলে চাঁদ রাত ১১.১০ মিনিটে  প্রচার হবে এন টিভি তে, আসা করি নাটকটি দর্শক জনপ্রিয়তা পাবে, এ ছাড়া আরও ৩ টি নাটক এই ঈদ অন্যান্য টিভি চ্যানেলে-এ প্রচার হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

তার মধ্যে উল্লেখযোগ্য “প্রাক্তনের প্যারা” নাটকটি ও পরিচালনা করেছেন এস.আই.সোহেল. এছাড়াও ঈদে প্রচারিত হবে আপন ইভান পরিচালিত “সংসারিক স্বামী” এবং এস এম আইয়ুব আলী পরিচালিত “পাত্রী নিয়ে টানাটানি”।


এমএল/