Logo

হঠাৎ লুঙ্গি পরে যে বার্তা দিলেন বুবলী

profile picture
জনবাণী ডেস্ক
১৯ মার্চ, ২০২৫, ০৭:১১
52Shares
হঠাৎ লুঙ্গি পরে যে বার্তা দিলেন বুবলী
ছবি: সংগৃহীত

গ মাধ্যমে লুঙ্গি পরে হাজির হয়ে নিজের ছবির সিয়ার করলেন এই নায়িকা।

বিজ্ঞাপন

ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্র নায়িকা শবনম বুবলী আসন্ন ঈদে প্রেক্ষাগৃহে যে কয়েকটি সিনেমা মুক্তি পাবে তার মধ্যে অন্যতম সিনেমা ‘জংলি’। এবারের ঈদে এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমা নিয়ে হাজির হচ্ছেন সিয়াম আহমেদ ও বুবলী। সিনেমা মুক্তির আগমূহুর্তেই জোর প্রচারণা শুরু করেছে জংলি টিম। বুবলী নিজেও এবার সেই প্রচারণায় যোগ দিলেন। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে লুঙ্গি পরে হাজির হয়ে নিজের ছবির সিয়ার করলেন এই নায়িকা। 

বিজ্ঞাপন

নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে লুঙ্গি পরা কয়েকটি ছবি সিয়ার করে অভিনেত্রী বলেন, ‘হেই গাইজ, লুঙ্গি পরে ‘জংলি’ সিনেমা দেখতে গেলে কেমন হয়?’ 

এমন প্রচারণা তার ভক্তরা দারুণ উপভোগ করেছেন। কেউ বলেছেন, বুবলী থেকে বাবুল ভাই হয়ে গেছেন, আবার কেউ বলছেন, কদু বিশ্বাস যতই ষড়যন্ত্র করুক আগামীদিনের সুপার স্টার শবনম বুবলী। 

বিজ্ঞাপন

এর আগে ‘টান’ ওয়ের ছবিতে একসঙ্গে দেখা গেছে বুবলী সিয়ামকে। অবশেষে বড় পর্দায় জুটি হতে চলেছেন ঢালিউডের বর্তমান সময়ের জনপ্রিয় এই দুই তারকা। 

বিজ্ঞাপন

এ ছবি প্রসঙ্গে নায়িকা বলেছেন, ‘আমি ভীষণ এক্সাইটেড। রাহিম ভাইয়ের সাথেও আমার প্রথম কাজ। আমি নিশ্চিত, দর্শক দারুণ কিছু পেতে যাচ্ছে। পোস্টার ও টিজারে রহস্যের আভাস পেয়েছে সবাই, সেটাই জিইয়ে থাকুক। আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, ‘জংলি’ সিনেমা গল্প-প্রেজেন্টেশন একেবারেই অন্যরকম। দর্শক মুগ্ধ হবে।’

এদিকে সিয়াম-বুবলী বাদেও সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন দীঘি। আগে দীঘিকে দেখা গেলেও এত দিন সিনেমার নির্মাতা বুবলীকে একরকম লুকিয়ে রেখেছিলেন। প্রথমবারের মতো টিজারে দেখা গেছে বুবলীর ঝলক। তবে তার কণ্ঠে কোনো সংলাপ ছিল না। সিয়ামের লুক, অ্যাকশন ছাড়াও টিজারের সম্পাদনা ও আবহ সংগীতের প্রশংসা করেছেন ভক্তরা। এ সিনেমাটি নিয়ে দীর্ঘদিন পরিশ্রম করেছেন সিয়াম এবং সিনেমা সংশ্লিষ্ট সবাই। 

বিজ্ঞাপন

সিনেমাটি প্রসঙ্গে সিয়াম আহমেদ বলেন ‘অভিনেতাদের জীবনে মাঝেমধ্যে এমন চরিত্র আসে, যার কারণে সে নিজের সর্বস্ব দিয়ে দিতে রাজি হয়ে যায়। জংলি আমার জীবনে তেমনই এক চরিত্র হয়ে এসেছে। প্রায় সাত মাস চুল-দাড়ি কাটিনি। এক বছর চরিত্রটাকে লালন করেছি। চরিত্রটিকে যাপন করতে চেয়েছি, দর্শকদের নতুন কিছু উপহার দিতে চেয়েছি। বাকিটা দর্শকের হাতে।’

বিজ্ঞাপন

এবার ঈদে বেশ কয়েকটি সিনেমা আসছে প্রেক্ষাগৃহে। এর মধ্যে কিছু সিনেমা ইতিমধ্যে রয়েছে চর্চার মধ্যে। সিনেপ্রেমীরা সিনেমাগুলো দেখার জন্য মুখিয়ে রয়েছেন। ‘জংলি’ সিনেমা একটি সফল সিনেমা হতে যাচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সিনেমা সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD