Logo

জয়া আহসান যেন ১৮-র তরুণী, ভাইরাল ভিডিও

profile picture
জনবাণী ডেস্ক
১৩ মার্চ, ২০২৫, ২৩:৪৮
49Shares
জয়া আহসান যেন ১৮-র তরুণী, ভাইরাল ভিডিও
ছবি: সংগৃহীত

সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে নিত্য নতুন সব আধুনিক ফ্যাশনে মেলে ধরেন

বিজ্ঞাপন

কেউ কি বলবে, ঢালিউডের এই জনপ্রিয় সুন্দরীর বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই! অথচ, ভাক্তদের কাছে তিনি এখনও সেই টিন-এজার; যিনি নিজের রূপ-লাবণ্যে দিনকে দিন মোহনীয় হয়ে উঠছেন, বয়সকে আড়াল করে রীতিমতো মুগ্ধতা ছড়াচ্ছেন।

বলছি দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের কথা। তার ভক্তদের অধিকাংশেরই মত, বয়স বরং কমছেই জয়া আহসানের! সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে নিত্য নতুন সব আধুনিক ফ্যাশনে যেমন মেলে ধরেন, তেমনই তার ফিটনেসের দিকেও সতর্ক তিনি। এর বাইরে তার অভিনয় দক্ষতার কথা কারো অজানাও নয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দেশের পাশাপাশি ওপার বাংলাতেও এ নায়িকার ভক্তর সংখ্যা মন্দ নয়। বলা বাহুল্য, এ নয়িকা তার রূপ শৈলিতে তাদেরও মন জয় করে নিয়েছেন। শুধু তাই নয়, আরব সাগরের তীর তথা বলিউডের চাকচিক্যেও কখনো তার দেখা মেলে; সেখান থেকেও নানান তারকা, অনুরাগীদের বাহবা পেয়েছেন জয়া।

তবে অভিনেত্রীর সৌন্দর্য যেন এমনিতেই নিয়মিত উপভোগ করেন তার সামাজিক মাধ্যমে থাকা অসংখ্য ভক্ত-অনুসারী। তাদের জন্য জয়ার থাকে কিছু ছোট্ট আয়োজনও! নানান রকম মেকওভারে ফটোসেশন, শর্টস, রিলস ভিডিওর মাধ্যমে নিজেকে মেলে ধরেন এ অভিনেত্রী। তারই ধারাবাহিকতায় সম্প্রতি এক মেকওভারে দেখা মিলল জয়াকে, যেখানে নয়িকার স্টাইল রীতিমতো তার বয়স কমিয়ে দিয়েছে।

বিজ্ঞাপন

ভাইরাল এক শর্টস ভিডিওতে দেখা গেছে, একটি গোলাপি শাড়ি পড়েছেন জয়া। সঙ্গে ছিমছাম মেকআপ ও টিন-এজ হেয়ার স্টাইল যেন মুহূর্তেই অনুরাগীদের নজর কাড়েন জয়া। তাই তো মুগ্ধতা প্রকাশ করে অনুরাগীরাও মন্তব্য করছেন- ‘দিন দিন যেন বয়স কমছে জয়া আহসানের।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সম্প্রতি নির্মাতা আশফাক নিপুণের পরিচালনায় ‘জিম্মি’ নামের একটি সিনেমাতে অভিনয় করেছেন জয়া আহসান। জানা গেছে, এই প্রথম জয়া আহসান কোনো ওয়েব সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন।  তবে গত কয়েক বছরে দেশি কাজ নিয়ে তেমন ব্যস্ততা নেই অভিনেত্রীর আসছে ঈদেও  থাকছে না তার কোনো সিনেমা।

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD