Logo

ঘনিষ্ঠ দৃশ্যের আগে প্রেমিকের সঙ্গে কথা বলে নেন কৌশানী

profile picture
জনবাণী ডেস্ক
১৩ এপ্রিল, ২০২৫, ০১:১৮
63Shares
ঘনিষ্ঠ দৃশ্যের আগে প্রেমিকের সঙ্গে কথা বলে নেন কৌশানী
ছবি: সংগৃহীত

মুম্বাই থেকে আস্থা নামে একজন ইন্টিমেসি কো-অর্ডিনেটর নিয়ে আসা হয়।

বিজ্ঞাপন

পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে শুক্রবার (১১ এপ্রিল) সৃজিত মুখার্জির নতুন ছবি ‘কিলবিল সোসাইটি’ মুক্তি পেয়েছে। ছবিতে পরমব্রত চ্যাটার্জি ও কৌশানী মুখার্জির ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে আলোচনা কম নয়। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেছেন কৌশানী মুখার্জি।

বিজ্ঞাপন

নায়িকা জানান, নির্মাতা সৃজিত ছবিতে ঘনিষ্ঠ দৃশ্য শুট করা নিয়ে যথেষ্ট সচেতন ছিলেন। দৃশ্যটি যেন ঠিকঠাক শুট করা যায়, ছবির পাত্র–পাত্রীরা যেন অস্বস্তিতে না ভোগেন এ জন্য মুম্বাই থেকে আস্থা নামে একজন ইন্টিমেসি কো-অর্ডিনেটর নিয়ে আসা হয়।

বিজ্ঞাপন

কৌশানী আরও বলেন, ‘আমি পরমদা আর সৃজিতদার সঙ্গে আলাদা করে সেশন করেছি। খুব টেকনিক্যালি বিষয়টা করা হয়। আর আমার বিপরীতে ছিলেন পরমদা, যিনি নিজেই দুর্দান্ত অভিনেতা।’

বিজ্ঞাপন

ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং নিয়ে কৌশানী বলেন, ‘প্রযোজনা সংস্থা থেকে বলা হয়েছিল, আমি যদি চাই, তাহলে যত খরচই হোক তারা ইন্টিমেসি কো-অর্ডিনেটর নিয়ে আসবেন, সেটা তারা করেছেন। এটা আমাকে আস্থা জুগিয়েছে। এটাও সত্যি যে একটা ছবিতে চুমু খেয়েছি বলে সব ছবিতে রাজি হয়ে যাব, তেমন নয়। সে জন্য চিত্রনাট্যে দম থাকতে হবে।’

এরপরই প্রসঙ্গ ওঠে, চুম্বন দৃশ্যের আগে বনির সঙ্গে আলোচনা করেছিলেন কি না কৌশানী। উত্তরে নায়িকা বলেন, ‘অবশ্যই। সব স্বাস্থ‌্যকর সম্পর্কেই এটা দরকার। আমার পার্টনারের মতামত গুরুত্বপূর্ণ। তবে শেষপর্যন্ত সিদ্ধান্ত নিজেরই হয়, কাজের ক্ষেত্রে। ওর যা বলার ও বলেছিল। আগে আমাদের সিদ্ধান্ত ছিল, এরকম কোনো দৃশ‌্য আমরা করব না।’এ জন্য সিদ্ধান্ত নিতে একটু সময় লেগেছিল। তবে দুজনেরই মনে হয়েছে চরিত্রের জন্য এ সিনেমার ক্ষেত্রে এটা (চুম্বনের দৃশ্যে অভিনয়) করা যায়।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

১৩ বছর আগে মুক্তি পেয়েছিল ‘হেমলক সোসাইটি’। দীর্ঘ বিরতির পর সেই সিনেমারই সিকুয়েল ‘কিলবিল সোসাইটি’ বানিয়েছেন সৃজিত।

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD