সহকর্মীর সঙ্গে প্রেম, সিএনএন প্রধানের পদত্যাগ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


সহকর্মীর সঙ্গে প্রেম, সিএনএন প্রধানের পদত্যাগ

 সহকর্মীর সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে মার্কিন কেবল টেলিভিশন নেটওয়ার্ক সিএনএনের প্রেসিডেন্ট জেফ জুকার পদত্যাগ করেছেন।

এক প্রতিবেদনে বিবিসি জানায়, বুধবার (২ ফেব্রুয়ারী) এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন জেফ জাকার। সিএনএনের উপস্থাপিকা ক্রিস কুমোর সঙ্গে সম্পর্কের নিয়ে কোনো পরিষ্কার বক্তব্য না দিয়েই পদত্যাগ করলেন তিনি। ক্রিস কুমোর বিরুদ্ধে এক তদন্তের সময় জেফ জাকারের সম্পর্কের বিষয়টি সামনে চলে আসে। তবে এ বিষয়ে কোনো বক্তব্য না দিয়ে পদত্যাগের রাস্তা নিলেন জেফ।

সিএনএনের সহকর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় জেফ বলেন, নিয়ম অনুযায়ী সম্পর্কের বিষয়ে না জানানো ভুল হয়েছে।

ক্রিস কুমো হলেন নিউ ইয়র্কের সাবেক গভর্নর এন্ড্রেউ কুমো। সম্প্রতি যৌন কেলেঙ্কারির অভিযোগে তিনি পদত্যাগ করেন। ভাইকে রাজনৈতিকভাবে সহায়তার অভিযোগ উঠেছে ক্রিস কুমোর বিরুদ্ধে। এরপরেই শুরু হয় তদন্ত। সেখানে জেফ জাকারের সঙ্গে সম্পর্কের বিষয়টি সামনে চলে আসে।

এর আগে এনবিসিতে কাজ করেছেন জেফ জুকার। সেখানে তিনি এনবিসি ইউনিভার্সাল টেলিভিশন গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন।

ওআ/