ফিফা বিশ্বকাপ ২০২২

রাতে মাঠে নামছে আর্জেন্টিনা


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০১:৪২ পূর্বাহ্ন, ১লা ডিসেম্বর ২০২২


রাতে মাঠে নামছে আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

বাঁচা মরার লড়াইয়ে রাতে মাঠে নামছে আর্জেন্টিনা ও পোল্যান্ড। এই ম্যাচে পোল্যান্ডকে হারাতে পারলে ’সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে পা রাখবে আর্জেন্টিনা। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ১ টায়।


তবে, পোল্যান্ডকে আর্জেন্টিনা হারাতে না পারলে গ্রুপ ’সি’ থেকে নক আউট পর্বে যাওয়ার সমান সুযোগ থাকবে সৌদি আরবের।


অন্যদিকে, পোল্যান্ডের জন্য আশা ফিফা ফ্রেন্ডলিতে আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের সব শেষ দেখায় ২-১ গোলের জয়। এছাড়া, বিশ্বকাপে ইউরোপের প্রতিপক্ষের বিরুদ্ধে শেষ দুই ম্যাচে আর্জেন্টিনার হারও প্রেরণা যোগাচ্ছে তাদের।


উল্লেখ্য, বিশ্বকাপে এ নিয়ে তৃতীয় বারের মত মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-পোল্যান্ড।

জেবি/ আরএইচ/