শেষ ষোলয় প্রতিপক্ষ হিসেবে যাদের পেল আর্জেন্টিনা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১২:৪৫ পূর্বাহ্ন, ২রা ডিসেম্বর ২০২২

নানা নাটকীয়তার পর অবশেষে শেষ ষোলর টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। পোল্যান্ডের বিপক্ষে ২-০ গোলের জয়ের পর পরের রাউন্ডে ওঠে লিওনেল মেসির দল। অন্যদিকে, আর্জেন্টিনার সঙ্গে হেরেও মেক্সিকোর সঙ্গে গোল ব্যবধানে এগিয়ে থাকায় সুপার সিক্সটিনে উঠেছে মেক্সিকো।
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় শেষ ষোলতে সহজ প্রতিপক্ষ পেয়েছে আর্জেন্টিনা। নক আউট পর্বে তাদের প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া। অন্যদিকে, গ্রুপের দ্বিতীয় দল হওয়ায় প্রতিপক্ষ হিসেবে পোল্যান্ড পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সকে। এবারের আসরে প্রথম দুই ম্যাচে দারুণ খেলে নক আউটের টিকিট নিশ্চিত করেছিল ফ্রান্স। কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুর্বল তিউনিয়াশিয়ার কাছে হেরে শেষটা সুখের হয়নি তাদের। অন্যদিকে, ডার্ক হর্স খ্যাত ডেনমার্ককে ১-০ গোলে হারিয়ে চমক দেয় অস্ট্রেলিয়া। এই জয়ের ফলে শেষ মুহূর্তে নক আউটে খেলা নিশ্চিত করে তারা।