বিশ্বকাপগামী নারী দলে করোনার হানা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


বিশ্বকাপগামী নারী দলে করোনার হানা

প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ার কথা বাংলাদেশ নারী ক্রিকেট দলের। তার আগেই এলো দুঃসংবাদ। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নারী দলের ৩ সদস্য।

তাদের আইসোলেশনে রাখা হয়েছে। আট দিন পর টেস্ট করিয়ে ১৪ ফেব্রুয়ারি তাদের নিউজিল্যান্ড পাঠানো হবে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।

আগামী ৪ মার্চ শুরু হবে বিশ্ব আসর। পরদিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে নিগার সুলতানা জ্যোতির দল। ৭ মার্চ নিউজিল্যান্ড, ১৪ মার্চ পাকিস্তান, ১৮ মার্চ ওয়েস্ট ইন্ডিজ, ২২ মার্চ ভারত, ২৫ মার্চ অস্ট্রেলিয়া, ২৭ মার্চ ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে টাইগ্রেসরা।

বাংলাদেশের স্কোয়াড:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা ও সুরাইয়া আজমিন।

ওআ/