ভারত সিরিজ বাতিল, আর্থিক ক্ষতির মুখে বিসিবি


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৭:৫৪ পিএম, ৩রা সেপ্টেম্বর ২০২৫


ভারত সিরিজ বাতিল, আর্থিক ক্ষতির মুখে বিসিবি
ছবি: সংগৃহীত

আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী এশিয়া কাপের আগে ভারতের বিপক্ষে সিরিজ আয়োজনের কথা ছিল বাংলাদেশের। তবে ভারত সফরে না আসায় সেই সিরিজ বাতিল হয়েছে, যা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জন্য বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হয়েছে।


বিসিবি ভারতকে নিয়ে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি আয়োজনের পরিকল্পনা করেছিল। সিরিজটি হলে বিপুল দর্শক আগ্রহ ও সম্প্রচার আয়ে বোর্ড উল্লেখযোগ্য পরিমাণ লাভবান হতো। কিন্তু নানা কারণে তা পিছিয়ে যাওয়ায় এশিয়া কাপের প্রস্তুতির জন্য শেষ মুহূর্তে প্রতিপক্ষ হিসেবে নেদারল্যান্ডসকে আনা হয়।


আরও পড়ুন: বিসিবি নির্বাচনে তামিমকে সমর্থনের ঘোষণা দিলেন সাবেক সভাপতি


বর্তমানে সিলেটে চলছে বাংলাদেশ-নেদারল্যান্ডস তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম দুই ম্যাচেই ডাচদের প্রতিদ্বন্দ্বিতাহীন পারফরম্যান্সে লিটন দাসের নেতৃত্বাধীন দল এগিয়ে রয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সিরিজের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।


বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, “এখানে ভারতের আসার কথা ছিল, কিন্তু তারা আসেনি। ফলে আর্থিকভাবে কিছুটা ক্ষতির মুখে পড়েছি। তবে আমাদের মূল লক্ষ্য প্রস্তুতি। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচগুলোর আগে ফাঁক তৈরি না করতে নেদারল্যান্ডসকে প্রতিপক্ষ হিসেবে নেওয়া হয়েছে।”


আরও পড়ুন: ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে সিকান্দার রাজা, চারে মিরাজ


তিনি আরও জানান, আসন্ন এশিয়া কাপ ও আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ দল এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে।


এএস