বিসিবি নির্বাচনে তামিমকে সমর্থনের ঘোষণা দিলেন সাবেক সভাপতি


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৭:৩০ পিএম, ৩রা সেপ্টেম্বর ২০২৫


বিসিবি নির্বাচনে তামিমকে সমর্থনের ঘোষণা দিলেন সাবেক সভাপতি
ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী অক্টোবর মাসে। ইতোমধ্যে পরিচালক পদে লড়ার ঘোষণা দিয়েছেন দেশের সাবেক অধিনায়ক ও তারকা ওপেনার তামিম ইকবাল খান।


তিনি জানিয়েছেন, যথেষ্ট সমর্থন পেলে বিসিবি সভাপতি পদেও প্রতিদ্বন্দ্বিতা করবেন। একই সঙ্গে নির্বাচনে জয়ী হলে দেশের ক্রিকেট উন্নয়নে তার কর্মপরিকল্পনাও তুলে ধরেছেন তিনি।


আরও পড়ুন: ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে সিকান্দার রাজা, চারে মিরাজ


এদিকে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। ফলে বিসিবির শীর্ষ পদে তামিম ও বুলবুলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।


এরই মধ্যে বিসিবির সাবেক সভাপতি মোহাম্মদ আলি আসগর লবি প্রকাশ্যে তামিম ইকবালকে সমর্থনের ঘোষণা দিয়েছেন।


আরও পড়ুন: টি-টোয়েন্টি থেকে অবসরে মিচেল স্টার্ক


বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “আমরা প্যানেলের পক্ষ থেকে তামিমকে সভাপতি প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছি। আমার ওপর চাপ থাকলেও আমি নির্বাচন করব না। তামিমের সঙ্গে আমার কথা হয়েছে, ও খুব ভালো ছেলে এবং দেশের একজন খ্যাতনামা ক্রিকেটার। সুযোগ পেলে বিসিবিকে দক্ষভাবে নেতৃত্ব দিতে পারবে।”


তিনি আরও বলেন, “আজ দেখলাম বুলবুলও সভাপতি হওয়ার জন্য চেষ্টা করছেন। কিন্তু ক্রিকেট বোর্ডে রাজনীতি ঢুকলে চলবে না। আমি যখন সভাপতি হয়েছিলাম তখনই বলেছিলাম, রাজনীতি দূরে রাখতে হবে। যদি তামিম দায়িত্ব পায়, আমি যেভাবে কাজ করতে পেরেছি, তাকেও সেভাবে সফল করতে সহায়তা করব।”


আরও পড়ুন: জাতীয় দলে জায়গা না পাওয়া নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন নেইমার


সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক এবং সঞ্চালনা করেন সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল। এ সময় ক্লাবের নির্বাহী পরিষদ ও অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


এএস