Logo

জাতীয় দলে জায়গা না পাওয়া নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন নেইমার

profile picture
জনবাণী ডেস্ক
২ সেপ্টেম্বর, ২০২৫, ২১:৪৪
43Shares
জাতীয় দলে জায়গা না পাওয়া নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন নেইমার
ছবি: সংগৃহীত

জাতীয় দলে জায়গা না পাওয়া নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন নেইমার

বিজ্ঞাপন

চিলি ও বলিভিয়ার বিপক্ষে আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র, যিনি এবারের স্কোয়াডে জায়গা পাননি। সে সময় কারণ হিসেবে দেখানো হয় ইনজুরি। তবে এবার চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন নেইমার।

 

বিজ্ঞাপন

দল ঘোষণার সময় কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছিলেন, নেইমার চোটের কারণে এই দুটি ম্যাচে অংশ নিতে পারছেন না। আনচেলত্তি বলেছিলেন, ‘নেইমার ছোটখাটো ইনজুরিতে পড়েছে। আমাদের তাকে মূল্যায়নের দরকার নেই। আমরা জানি সে কী করতে পারে। আমরা তাকে সেরা অবস্থায়ই দলে চাই।’

বিজ্ঞাপন

তবে এবার নেইমার জানিয়েছেন, চোটের জন্য বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ঘোষিত ব্রাজিল দল থেকে বাদ পড়েননি তিনি। 

তার ভাষ্য, অ্যাডাক্টরে কিছুটা ফোলা আর অস্বস্তি ছিল। তবে সেটা গুরুতর কিছু নয়, এর প্রমাণ হলো আজ আমি খেলেছি। তবে হ্যাঁ, গত ২৪ আগস্ট বাহিয়ার বিপক্ষে খেলার সুযোগ ছিল না। তাই কয়েকটা অনুশীলন বাদ দিয়ে আমাকে বিশ্রাম দেওয়া হয়েছিল।’

বিজ্ঞাপন

ব্রাজিল দলে নিজের সুযোগ না পাওয়া নিয়ে নেইমার বলেন, আমাকে বাদ দেওয়ার কারণ ছিল সম্পূর্ণ টেকনিক্যাল। শারীরিক অবস্থার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এটা কোচের সিদ্ধান্ত, আর আমি তা সম্মান করি। আমি যেহেতু এখন দলে নেই, এখন বাইরে বসে দলকে সমর্থন করতে হবে।

বিজ্ঞাপন

চলতি মাসের ৫ সেপ্টেম্বর চিলিকে আতিথ্য দেবে ব্রাজিল। এরপর ১০ সেপ্টেম্বর বলিভিয়ার মাঠে খেলতে যাবে সেলেসাওরা। বিশ্বকাপ বাছাইয়ে আনচেলত্তির দল বর্তমানে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

বিজ্ঞাপন

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD