আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের রেকর্ড এখন রশিদ খানের দখলে


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১২:০৫ পিএম, ২রা সেপ্টেম্বর ২০২৫


আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের রেকর্ড এখন রশিদ খানের দখলে
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন মাইলফলক গড়লেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে ভাঙলেন নিউজিল্যান্ডের সাবেক পেসার টিম সাউদির রেকর্ড।


সোমবার (১ সেপ্টেম্বর) শারজাহতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে ২১ রানে ৩ উইকেট শিকার করেন রশিদ। এর মধ্য দিয়েই ৯৮ ম্যাচে তার মোট উইকেট দাঁড়ায় ১৬৫-এ। এটাই এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ রেকর্ড।


আরও পড়ুন: বিপিএলের আয়োজনের দায়িত্ব নিলো মার্কিন প্রতিষ্ঠান


এর আগে সাউদির ঝুলিতে ছিল ১২৬ ম্যাচে ১৬৪ উইকেট। তাকে টপকেই নতুন ইতিহাস গড়েন রশিদ।


এ তালিকার শীর্ষ পাঁচে আছেন দুই বাংলাদেশি বোলারও। দীর্ঘদিন রেকর্ড নিজের করে রাখা সাকিব আল হাসান বর্তমানে আছেন চতুর্থ স্থানে। ১২৯ ম্যাচে তার শিকার ১৪৯ উইকেট। আর কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ১১৩ ম্যাচে নিয়েছেন ১৪২ উইকেট, তিনি পঞ্চম স্থানে।


আরও পড়ুন: অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন


অন্যদিকে তৃতীয় স্থানে আছেন কিউই স্পিনার ইশ সোধি। ১২৬ ম্যাচে তার সংগ্রহ ১৫০ উইকেট।


শীর্ষ পাঁচ উইকেটশিকারি (টি-টোয়েন্টি আন্তর্জাতিক)

১. রশিদ খান – ৯৮ ম্যাচ, ১৬৫ উইকেট

২. টিম সাউদি – ১২৬ ম্যাচ, ১৬৪ উইকেট

৩. ইশ সোধি – ১২৬ ম্যাচ, ১৫০ উইকেট

৪. সাকিব আল হাসান – ১২৯ ম্যাচ, ১৪৯ উইকেট

৫. মুস্তাফিজুর রহমান – ১১৩ ম্যাচ, ১৪২ উইকেট


আরএক্স/