Logo

অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন

profile picture
জনবাণী ডেস্ক
২ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৩৯
32Shares
অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন নিয়ে ক্রিকেট মহলে জোর আলোচনা চলছে। ইতোমধ্যে বিসিবি পরিচালনা পর্ষদের সভায় নির্বাচনকে প্রধান আলোচ্য বিষয় হিসেবে তোলা হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন নিয়ে ক্রিকেট মহলে জোর আলোচনা চলছে। ইতোমধ্যে বিসিবি পরিচালনা পর্ষদের সভায় নির্বাচনকে প্রধান আলোচ্য বিষয় হিসেবে তোলা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে সিলেটের একটি পাঁচতারকা হোটেলে বোর্ড সভা শুরু হয়। সেখানে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালকরা। সভায় আগামী নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্ভাব্য তারিখ হিসেবে ৪ অক্টোবরকে প্রাথমিকভাবে ধরা হচ্ছে।

এরই মধ্যে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন, যা আলোচনাকে আরও প্রাণবন্ত করেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সভা চলমান থাকলেও বিসিবির ভেতর নির্বাচনী প্রস্তুতির ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে। খুব শিগগিরই নির্বাচন কমিশন আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করবে বলে জানা গেছে।

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD