বিপিএলের আয়োজনের দায়িত্ব নিলো মার্কিন প্রতিষ্ঠান
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৭ পিএম, ১লা সেপ্টেম্বর ২০২৫

চলতি বছরের শেষ দিকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। এবার টুর্নামেন্টটি আয়োজন করবে যুক্তরাষ্ট্রভিত্তিক স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আইএমজি।
সোমবার (১ সেপ্টেম্বর) সিলেটে অনুষ্ঠিত বিসিবি বোর্ড সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
আরও পড়ুন: অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন
বোর্ড সভায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, আসন্ন বিপিএলের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব তিন মৌসুমের জন্য আইএমজিকে দেওয়া হয়েছে। উল্লেখ্য, আইএমজি ইতোমধ্যে আইপিএলসহ বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট পরিচালনার অভিজ্ঞতা অর্জন করেছে।
এর আগে বিপিএলের ব্যবস্থাপনার জন্য বিসিবি বিজ্ঞাপন দিয়ে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানায়। এতে ভারতের রিয়াল ইমপ্যাক্ট, পাকিস্তানের অ্যাপেক্স স্পোর্টস, যুক্তরাষ্ট্রের আইএমজি ও অ্যাবসুলেট লেজেন্ডস স্পোর্টস, আইপিজি গ্রুপ, মাইন্ড ট্রি লিমিটেড এবং ট্র্যান্সপোর্ট গ্রুপসহ সাতটি প্রতিষ্ঠান প্রস্তাব জমা দেয়।
আরও পড়ুন: বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস সিরিজের দ্বিতীয় ম্যাচ আজ
পরবর্তীতে প্রেজেন্টেশনের ভিত্তিতে সংক্ষিপ্ত তালিকায় রাখা হয় তিনটি প্রতিষ্ঠানকে। সেখান থেকেই আইএমজিকে চূড়ান্ত করে বিসিবি।
তবে বিসিবি ও আইএমজির মধ্যে চুক্তির আর্থিক দিকটি এখনো প্রকাশ করা হয়নি। অর্থাৎ এই ম্যানেজমেন্ট বাবদ কত অর্থ লেনদেন হবে তা অজানা রয়েছে।
এএস