Logo

বিপিএলের আয়োজনের দায়িত্ব নিলো মার্কিন প্রতিষ্ঠান

profile picture
জনবাণী ডেস্ক
২ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:২৭
34Shares
বিপিএলের আয়োজনের দায়িত্ব নিলো মার্কিন প্রতিষ্ঠান
ছবি: সংগৃহীত

চলতি বছরের শেষ দিকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। এবার টুর্নামেন্টটি আয়োজন করবে যুক্তরাষ্ট্রভিত্তিক স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আইএমজি।

বিজ্ঞাপন

চলতি বছরের শেষ দিকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। এবার টুর্নামেন্টটি আয়োজন করবে যুক্তরাষ্ট্রভিত্তিক স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আইএমজি।

সোমবার (১ সেপ্টেম্বর) সিলেটে অনুষ্ঠিত বিসিবি বোর্ড সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বোর্ড সভায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, আসন্ন বিপিএলের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব তিন মৌসুমের জন্য আইএমজিকে দেওয়া হয়েছে। উল্লেখ্য, আইএমজি ইতোমধ্যে আইপিএলসহ বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট পরিচালনার অভিজ্ঞতা অর্জন করেছে।

এর আগে বিপিএলের ব্যবস্থাপনার জন্য বিসিবি বিজ্ঞাপন দিয়ে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানায়। এতে ভারতের রিয়াল ইমপ্যাক্ট, পাকিস্তানের অ্যাপেক্স স্পোর্টস, যুক্তরাষ্ট্রের আইএমজি ও অ্যাবসুলেট লেজেন্ডস স্পোর্টস, আইপিজি গ্রুপ, মাইন্ড ট্রি লিমিটেড এবং ট্র্যান্সপোর্ট গ্রুপসহ সাতটি প্রতিষ্ঠান প্রস্তাব জমা দেয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরবর্তীতে প্রেজেন্টেশনের ভিত্তিতে সংক্ষিপ্ত তালিকায় রাখা হয় তিনটি প্রতিষ্ঠানকে। সেখান থেকেই আইএমজিকে চূড়ান্ত করে বিসিবি।

তবে বিসিবি ও আইএমজির মধ্যে চুক্তির আর্থিক দিকটি এখনো প্রকাশ করা হয়নি। অর্থাৎ এই ম্যানেজমেন্ট বাবদ কত অর্থ লেনদেন হবে তা অজানা রয়েছে।

বিজ্ঞাপন

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD