টি-টোয়েন্টি থেকে অবসরে মিচেল স্টার্ক
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১২:১৭ পিএম, ২রা সেপ্টেম্বর ২০২৫

অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। টেস্ট সূচি ও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে অগ্রাধিকার দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
৩৫ বছর বয়সী স্টার্ক জাতীয় দলের হয়ে ৬৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এবং শিকার করেছেন ৭৯টি উইকেট, যা অস্ট্রেলিয়ার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ রানে ৪ উইকেট তার ক্যারিয়ারসেরা বোলিং। তিনি ছিলেন ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য।
আরও পড়ুন: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের রেকর্ড এখন রশিদ খানের দখলে
সামাজিক যোগাযোগমাধ্যমে স্টার্ক লিখেছেন, “টেস্ট ক্রিকেট সবসময়ই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার হয়ে প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচ উপভোগ করেছি, বিশেষ করে ২০২১ বিশ্বকাপ।”
আগামী কয়েক বছরে অস্ট্রেলিয়ার ব্যস্ত টেস্ট সূচি রয়েছে—বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে বড় সিরিজ। পাশাপাশি ২০২৭ সালে অ্যাশেজ ও ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে ফিট থাকতে চান স্টার্ক।
আরও পড়ুন: ৯ উইকেটের বড় জয়ে সিরিজ ঘরে তুলল টাইগাররা
তিনি বলেন, “নিজেকে সেরা ছন্দে রাখতে এবং বোলিং গ্রুপকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতির সুযোগ দিতে এটাই আমার জন্য সেরা সিদ্ধান্ত।”
আরএক্স/