দুই বিশ্বজয়ীর বাঁচা-মরার লড়াই, পা ফসকালেই বিপদ


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০২:২৩ পূর্বাহ্ন, ২রা ডিসেম্বর ২০২২


দুই বিশ্বজয়ীর বাঁচা-মরার লড়াই, পা ফসকালেই বিপদ
দুই বিশ্বচ্যাম্পিয়নের বাঁচা-মরার লড়াই

জমে উঠেছে ফুটবল বিশ্বকাপের  লড়াই। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নক আউট নিশ্চিতে আজ বৃহস্পতিবার (১ নভেম্বর) মাঠে নামবে দুই বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও স্পেন। শেষ ম্যাচে ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে তাই নিজেদের সর্বস্ব দিয়ে জয় চাইবে দু'দল।

বৃহস্পতিবার দিন যায় রাত ১টায় একই সময়ে মাঠে খেলতে নামবে 'ই' গ্রুপের চার দল। এদিন খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে স্পেন মুখোমুখি হবে জাপান। অন্যদিকে, আল বায়েত স্টেডিয়ামে মুখোমুখি হবে জার্মানি ও কোস্টারিকা। এই ম্যাচে স্পেন ও জার্মানি সহজ প্রতিপক্ষ পেলেও অঘটন ঘটলেই হবে চমক। কারণ এখন পর্যন্ত এই গ্রুপে নক আউট পর্ব নিশ্চিত হয়নি কারও।

৪ পয়েন্ট নিয়ে গ্রুপ 'ই' তে শীর্ষে অবস্থান করছে স্পেন। যেখানে জাপান ও কোস্টারিকার পয়েন্ট ৩। চমক দেখিয়েছে চলতি বিশ্বকাপের অন্যতম বড় দল জার্মানি। ১ পয়েন্ট নিয়ে সবার নিচে অবস্থান করছে তারা। তবে পয়েন্ট ৪ হলেও বিশ্বকাপ থেকে বিদায় হতে পারে স্পেন, অন্যদিকে, পয়েন্ট ১ হলেও এখনও নক আউটের আশা বেঁচে আছে জার্মানির। 


জাপানের বিপক্ষে জয় পেলেই ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে চলে যাবে স্পেন। আর স্পেনকে হারাতে পারলেই ৬ পয়েন্ট নিয়ে নক আউটে চলে যাবে জাপান। তখন স্পেনের তাকিয়ে থাকতে হবে জার্মানি-কোস্টারিকা ম্যাচে। অন্যদিকে, স্পেন-জাপান ড্র হলে ৫ পয়েন্ট নিয়ে নক আউটে চলে যাবে স্পেন।  তখন জার্মানি-কোস্টারিকার ম্যাচের দিকে তাকিয়ে থাকবে জাপান। জার্মানি-কোস্টারিকার ম্যাচে কোস্টারিকা জিতলে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়পর্বে যাবে তারা। বিদায় হবে জার্মানির। জার্মানি জিতলে তাদের হবে ৪ পয়েন্ট। সেক্ষেত্রে স্পেন হারলে সমান পয়েন্ট নিয়ে সুযোগ থাকবে জার্মানির। হিসেব করা হবে গোল ব্যবধান।

জার্মানি-কোস্টারিকার ম্যাচ ড্র হলেও ২ পয়েন্ট নিয়ে জার্মানি বাদ পড়বে। সেক্ষেত্রে কোস্টারিকার পয়েন্ট হবে ৪। স্পেন হারলে তাদেরও সুযোগ থাকবে নকআউটে যাওয়ার। তবে স্পেন ড্র করলে জয় ছাড়া আর কোনো সুযোগ থাকবে না কোস্টারিকার। এতো জটিল সমীকরণ সহজ করে  দিবে স্পেন আর জার্মানির জয়। জয়ে পেলেই চলে যাবে পরের রাউন্ডে। হারলে বা ড্র করলেও সুযোগ থাকবে স্পেনের। কিন্তু জার্মানির জয়ের কোনো বিকল্প নেই।