কবিতা ‘মনুষ্যত্ব’
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৪:৫৫ পূর্বাহ্ন, ২রা ডিসেম্বর ২০২২
ফজিলা খাতুন
মনুষ্যত্ব অমূল্য নাম
জীবনে তার আছে কি দাম?
হয়না মানুষ দেহ প্রাণে
মনুষ্যত্ব তার উপরে।
হাজার হাজার ডিগ্রিধারী
সাদা কাগজ সার্টিফিকটধারী
সমাজের চোখে নামীদামী
কর তুমি বাহাদুরি।
আছে কি জমা অন্তর মাঝে
গভীর রাতে দেখো ভেবে।
অন্তর তোমার মহাশূন্য
দেহ প্রাণে মানুষ মাত্র।
নেই সার্টিফিকেট মনুষ্যত্বের
সমাজে তোমার হাতটা শূন্য।
তবুও তুমি মহাজ্ঞানী
যদি হও তুমি আত্মবিশ্বাসী।
মানুষ সমাজ দেশকে নিয়ে
অনুতপ্তর ব্যাথার ভীরে
অন্তর ছুটেছে সেই তাড়নায়
জীবন করেছে একাকিময়।
তবেই তুমি অনেক দামি
বুঝবে তুমি অন্তর্যামী।