তসলিমা নাসরিনের ভিসার মেয়াদ বাড়ালো ভারত
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৩:৫৩ অপরাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৪
ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের ভিসার বাড়িয়েছে দেশটির সরকার।
মঙ্গলবার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ভারতের সংবাদমাধ্যম এএনআই। এর আগে গত সোমবার সোশ্যাল মিডিয়া ও মাইক্রোব্লগিং সাইট এক্সে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ করে বার্তা দিয়েছিলেন তসলিমা।
আরও পড়ুন: ফুরিয়ে গেছে ভারতে বসবাসের অনুমতির মেয়াদ, চিন্তিত তসলিমা নাসরিন
বার্তায় তিনি লিখেছেন, “প্রিয় অমিত শাহজি নমস্কার। আমি ভারতে বসবাস করছি, কারণ আমি এই মহান দেশকে ভালোবাসি। গত ২০ বছর ধরে এই দেশ আমার দ্বিতীয় বাড়ি। কিন্তু গত ২২ জুলাইয়ের পর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমার রেসিডেন্স ভিসার মেয়াদ আর বাড়ায়নি। আমি খুবই উদ্বেগ বোধ করছি। আপনি যদি আমাকে এই দেশে থাকতে দেন, আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকব।”
আরও পড়ুন: নারায়ণগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালন
সাবেক টুইটার এক্সে তসলিমার এই পোস্টের পর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার ভিসার মেয়াদ বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে এবং এ ব্যাপারে তাকে অবহিত করার পর মঙ্গলবার এক এক্স বার্তায় অমিত শাহ ও ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পোস্ট করেছেন তসলিমা নাসরিন। সেই পোস্টে তিনি লিখেছেন, “অসংখ্য, অজস্র ধন্যবাদ।”
জেবি/এসবি