বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৩:৩৩ পূর্বাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২২


বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক
ছবি: সংগৃহীত

পরিবেশবান্ধব বিনিয়োগের বেসরকারি খাতকে উৎসাহিত করতে বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক।  গতকাল বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিশ্বব্যাংকের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

এতে বলা হয়, বাংলাদেশ এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি অ্যান্ড ট্রান্সফরমেশন (বিইএসটি) প্রকল্পের আওতায় পরিবেশ অধিদপ্তরের প্রযুক্তিগত ও প্রশাসনিক সক্ষমতা জোরদার করতে এ ঋণ সহায়তা করা হচ্ছে। প্রকল্পটি দূষণ রোধ ও পরিবেশের মান উন্নত করতে কাজ করবে।

এছড়া  এ ঋণ সহায়তার আওতায় বায়ুদূষণ কমিয়ে আনতে পরিবেশবান্ধব বিনিয়োগে আর্থিক খাতকে উৎসাহিত করার জন্য একটি গ্রিন ক্রেডিট গ্যারান্টি স্কিমও প্রতিষ্ঠা করা হবে। প্রকল্পটির সফল বাস্তবায়ন হলে বৃহত্তর ঢাকা এবং এর বাইরে বসবাসকারী ২১ মিলিয়নেরও বেশি মানুষ উপকৃত হবে।

ঢাকায় নিযুক্ত বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ড্যানড্যান চেন বলেন, 'বিশ্বব্যাংক বাংলাদেশের পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় দীর্ঘদিনের অংশীদার। প্রকল্পটি দেশের পরিবেশ প্রতিষ্ঠানগুলোকে ভালোভাবে দূষণ নিয়ন্ত্রণ এবং টেকসই উন্নয়ন শক্তিশালী করে তুলবে।'