ভারতের বিপক্ষে ওয়ানডে অধিনায়ক লিটন দাস


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৫:৩৭ পূর্বাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২২


ভারতের বিপক্ষে ওয়ানডে অধিনায়ক লিটন দাস
ছবি: সংগৃহীত

তামিম ইকবাল চোটের কারণে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের  অধিনায়কত্ব করবেন লিটন দাস। শুক্রবার (২ ডিসেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।


বিজ্ঞপ্তিতে বোর্ডের পক্ষে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, লিটন অভিজ্ঞ খেলোয়াড়। তার মধ্যে অধিনায়কত্বের গুণাবলি ইতোমধ্যেই দেখা গেছে। 


তিনি বলেন, ভারতের বিপক্ষে এমন গুরুত্বপূর্ণ সিরিজে তামিমকে হারানো বেশ দুর্ভাগ্যজনক। তার অধিনায়কত্বে আমরা গত দুই বছর দুর্দান্ত ক্রিকেট খেলেছি এবং ব্যাটার হিসেবেও সে সবচেয়ে অভিজ্ঞ। ভারতের বিপক্ষে সিরিজে আমরা অবশ্যই তাকে মিস করব। তবে অধিনায়ক হিসেবে ভালো করার সামর্থ্য লিটনেরও রয়েছে।’