ফিফা বিশ্বকাপ: দ্বিতীয় রাউন্ডে কার বিপক্ষে কে খেলবে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১০:৫৭ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২২

চলমান কাতার বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছে। এখন সুপার সিক্সটিনের ১৬ দল এরইমধ্যে নির্ধারিত হয়ে গেছে। এবার এক নজরে দেখে দেখে নিই শেষ ষোলোতে কোন দলের খেলা কখন?
দ্বিতীয় রাউন্ড
- ৩ ডিসেম্বর, নেদারল্যান্ডস-যুক্তরাষ্ট্র রাত ৯টা
- ৩ ডিসেম্বর, আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া রাত ১টা
- ৪ ডিসেম্বর, ফ্রান্স-পোল্যান্ড রাত ৯টা
- ৪ ডিসেম্বর, ইংল্যান্ড-সেনেগাল রাত ১টা
- ৫ ডিসেম্বর, জাপান-ক্রোয়েশিয়া রাত ৯টা
- ৫ ডিসেম্বর, ব্রাজিল-দক্ষিণ কোরিয়া রাত ১টা
- ৬ ডিসেম্বর, মরক্কো-স্পেন রাত ৯টা
- ৬ ডিসেম্বর, পর্তুগাল-সুইজারল্যান্ড রাত ১টা
এখান থেকেই আট দল যাবে কোয়ার্টার ফাইনালে। সেখানকার সেরা চারে হবে সেমিফাইনাল। আর সেমি জয় করা সেরা দুই লড়বে ট্রফির জন্য। ১৮ ডিসেম্বর পর্দা নামবে বিশ্বকাপের এবারের আসরের।