জনসমুদ্র রাজশাহীর মাদরাসা মাঠ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:৪২ পূর্বাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২২

বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে রাজশাহীর মাদ্রাসা মাঠ জনসমুদ্রে পরিণত হয়েছে। স্লোগানে স্লোগানে মুখর সমাবেশস্থল।
আজ শনিবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। দুপুর ২টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশে যোগ দেন।
এদিকে দুপুর না গড়াতেই জনসমুদ্রে পরিণত হয়েছে রাজশাহী মাদরাসা মাঠ, ঈদগাহ, পদ্মাপাড়সহ সড়কগুলো।
শহরজুড়ে লাল-সবুজ পতাকা ও প্ল্যাকার্ড নিয়ে বিশাল বিশাল মিছিল নিয়ে মাঠে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। জাতীয় নির্বাচনের দাবি ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন।
জেবি/ আরএইচ/