গণঅধিকার পরিষদের জরুরি সংবাদ সম্মেলন আজ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:১৪ পিএম, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫


গণঅধিকার পরিষদের জরুরি সংবাদ সম্মেলন আজ
ছবি: সংগৃহীত

রাজধানীতে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে গণঅধিকার পরিষদ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজের বাগান গেটে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।


দলীয় সূত্রে জানা গেছে, গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়েই এ আয়োজন করা হয়েছে।


আরও পড়ুন: খালেদা জিয়ার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ


গত ২৯ আগস্ট সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। রাতের দিকে পরিস্থিতি উত্তপ্ত হলে আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা নিয়ন্ত্রণে আনে। এসময় লাঠিচার্জে নুরুল হক নুর গুরুতর আহত হন। পরে দলীয় নেতাকর্মীরা তাকে হাসপাতালে ভর্তি করেন।


পরবর্তীতে অবস্থার উন্নতি হলে ১ সেপ্টেম্বর দুপুরে নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।


এএস