নুরকে সুস্থ দেখানোর চেষ্টা চলছে, কিন্তু অবস্থা গুরুতর: রাশেদ খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৭ পিএম, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক বলে দাবি করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান। তার অভিযোগ, নুরকে সুস্থ দেখানোর একটি ষড়যন্ত্র চলছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খান বলেন, “নুর এখনো পুরোপুরি সুস্থ নন। তিনি যেসব জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, সেগুলো রয়ে গেছে। তার শারীরিক অবস্থা উদ্বেগজনক।”
আরও পড়ুন: মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান
সেদিন দুপুরে নিজের ফেসবুকে দেওয়া একটি ভিডিওতেও তিনি উল্লেখ করেন, নুরের নাক দিয়ে জমাটবাঁধা রক্ত বের হচ্ছে। ভিডিওতে নুরকে নিস্তেজ অবস্থায় দেখা যায় এবং তার হাতে থাকা একটি তাওয়ালে রক্তের দাগ স্পষ্টভাবে ফুটে ওঠে।
এর আগে, বুধবার (৩ সেপ্টেম্বর) ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছিলেন, নুর এখন ঝুঁকিমুক্ত এবং দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তার চিকিৎসা দেশে করাই সম্ভব, তবে ফলোআপের প্রয়োজনে বিদেশে নেওয়া হবে কি না, তা পরিবার নির্ধারণ করবে।
আরও পড়ুন: গণঅধিকার পরিষদের জরুরি সংবাদ সম্মেলন আজ
উল্লেখ্য, গত ৩০ আগস্ট রাতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের পর আল রাজী টাওয়ারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুরুল হক নুর। পরে তাকে সংগঠনের নেতাকর্মীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।