অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় আ.লীগ ফিরে আসতে পারে: রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৯ পিএম, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা আশঙ্কা প্রকাশ করেছেন যে, বর্তমান অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা সম্ভব হতে পারে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের আলোচনায় তিনি এই মন্তব্য করেন।
এ সময় বিএনপির জোট গঠনের সম্ভাবনা নিয়ে রুমিন বলেন, “নির্বাচনে এখনো চার মাস বাকি আছে। এর মধ্যে জোট হতে পারে, আবার নাও হতে পারে। তবে অতীতে যেভাবে আসন ভাগাভাগি করে নির্বাচন হয়েছে, যেমন- আওয়ামী লীগ সমর্থিত জাতীয় পার্টির প্রার্থী কিংবা পোস্টারে ভিন্ন দলের প্রতীকের সঙ্গে অন্য দলের সমর্থন, সেরকম নির্বাচন আর দেখতে চাই না।”
আরও পড়ুন: নুরকে সুস্থ দেখানোর চেষ্টা চলছে, কিন্তু অবস্থা গুরুতর: রাশেদ খান
তিনি আরও যোগ করেন, “বাংলাদেশে যদি কোনো দল স্বাভাবিকভাবে ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায়, সেটা জনগণের সিদ্ধান্ত। কিন্তু অযৌক্তিক আসন ছাড়াছাড়ি বা জোটের কারণে ফলাফল প্রভাবিত হোক, তা কাম্য নয়। তাছাড়া এবার আসন ছাড়লেও জেতা কঠিন হবে, কারণ বিভিন্ন আসনে স্বতন্ত্র প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করবেন।”
জামায়াত ইসলামী বিএনপিকে বাদ দিয়ে নতুন জোট গঠনের উদ্যোগ নিচ্ছে এমন খবরের বিষয়ে রুমিন বলেন, “কারা কারা সেই জোটে থাকবে তা আরও স্পষ্টভাবে বলা দরকার। শুধু ডানপন্থি, বামপন্থি, মধ্যপন্থি সবাই থাকবে, এই বক্তব্য যথেষ্ট পরিষ্কার নয়।”
আরও পড়ুন: মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নয়, বরং স্থগিত আছে উল্লেখ করে রুমিন বলেন, “যদি অন্তর্বর্তী সরকার সঠিকভাবে পরিস্থিতি সামাল দিতে পারতো, তবে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা কঠিন হতো। কিন্তু ব্যর্থতার কারণে আজ তারা মাঠে নেমে পড়তে পারছে।”
তার মতে, যদি নতুন সরকার তাদের কার্যক্রমের মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠ প্রমাণ করতে ব্যর্থ হয়, তবে আওয়ামী লীগের রাজনীতিতে প্রত্যাবর্তন ঠেকানো সম্ভব হবে না।
এএস