সর্বদলীয় সংহতি সমাবেশের ডাক দিল গণঅধিকার পরিষদ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:১৭ পিএম, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫


সর্বদলীয় সংহতি সমাবেশের ডাক দিল গণঅধিকার পরিষদ
ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও তার নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। হামলাকারীদের বিচারের দাবিতে, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সর্বদলীয় সংহতি সমাবেশের আয়োজন করবে তারা।


বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


আরও পড়ুন: নতুন বাংলাদেশ গড়তে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন জরুরি: আমীর খসরু


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ আগস্ট রাজধানীর আল রাজি কমপ্লেক্সের সামনে সংবাদ সম্মেলনের সময় নুরুল হক নুর ও তার দলীয় নেতাকর্মীদের ওপর পুলিশ ও সেনা সদস্যরা হামলা চালায়। এ সময় কার্যালয়ে ঢুকে চেয়ার-টেবিল ভাঙচুরও করা হয়। ঘটনায় শতাধিক কর্মী আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।


সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সরকারের পক্ষ থেকে বিচার প্রক্রিয়ার আশ্বাস দেওয়া হলেও ফুটেজ হাতে থাকার পরও এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যা উদ্বেগজনক। তারা অভিযোগ করে, নুর জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তার ওপর এ ধরনের হামলা গণতন্ত্রকে স্তব্ধ করার ইঙ্গিত বহন করে।


আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় আ.লীগ ফিরে আসতে পারে: রুমিন ফারহানা


গণঅধিকার পরিষদ মনে করে, এ হামলার পেছনে আওয়ামী লীগের সহযোগী গোষ্ঠী এবং জাতীয় পার্টির ষড়যন্ত্র রয়েছে, যা নতুন বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ৫ সেপ্টেম্বর সর্বদলীয় সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে সকল নেতাকর্মী, সমর্থক এবং গণতন্ত্রকামী জনগণকে অংশগ্রহণ করে সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান জানানোর আহ্বান জানানো হয়েছে।


এএস