মহানবী (সা.) আমাদের জন্য আল্লাহর বড় উপহার: তারেক রহমান


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:৪২ পিএম, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫


মহানবী (সা.) আমাদের জন্য আল্লাহর বড় উপহার: তারেক রহমান
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদে মিলাদুন্নবী দিনটি মহানবী হযরত মুহাম্মদ (সা.) দুনিয়াতে আগমণের আনন্দ ও তার জীবন থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে উদযাপন করা হয় বলে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 


বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এক বাণীতে এসব কথা বলেন তিনি। বাংলাদেশসহ বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারেক রহমান।


আরও পড়ুন: সর্বদলীয় সংহতি সমাবেশের ডাক দিল গণঅধিকার পরিষদ


তিনি বলেন, পৃথিবীতে সৃষ্টির সেরা মানব বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর আগমণ দিবস মর্যাদাবান, গুরুত্ববহ এবং আনন্দের। আল্লাহ’র প্রতি ঈমান ও মানবতার পথপ্রদর্শনকারী মহানবীর ধরাপৃষ্ঠে আবির্ভাবের দিন আজ। 


হযরত মুহাম্মদ (সা.) সারা বিশ্বের জন্য রহমতস্বরূপ উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমাদের জন্য আল্লাহর সবথেকে বড় উপহার বা এহসান হলেন তিনি। আল্লাহ তাআলা তাকে দিয়েছেন মহিমান্বিত মর্যাদা। পৃথিবীতে মানুষ ইহজগত ও পরজগতের মুক্তির সন্ধান পায় এই দিনে।


আরও পড়ুন: নতুন বাংলাদেশ গড়তে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন জরুরি: আমীর খসরু


তারেক রহমান বলেন, মানুষ ন্যায় ও সৎ পথে চলার অনুকরণীয় দৃষ্টান্ত লাভ করে রাসুলের (সা.)-এর দেখানো পথে। অন্ধকারের যুগ তথা আইয়ামে জাহেলিয়াতের আমলে আইন, বিচার ও প্রশাসনসহ সর্বক্ষেত্রে বিদ্যমান ব্যভিচার-অনাচারের অরাজকতা বিরাজমান ছিল। এই সময় যার আগমণ হয়েছিল তিনি হলেন রহমাতুল্লিল আলামীন।


তিনি আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার যুগ দুরীভূত করে ইসলাম কায়েমের মাধ্যমে সত্য, ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন বলে মন্তব্য করেন বিএনপির তিনি শীর্ষ নেতা।


এমএল/