মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০১ পিএম, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হয়েছেন। তার দ্রুত সুস্থতা কামনা করে পরিবার ও দলীয় নেতারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: গণঅধিকার পরিষদের জরুরি সংবাদ সম্মেলন আজ
তিনি জানান, নজরুল ইসলাম খান গত ২১ আগস্ট চিকিৎসার জন্য ব্যাংকক যান। চিকিৎসা শেষে ২৯ আগস্ট ঢাকায় ফেরার কথা থাকলেও চিকিৎসকদের পরামর্শে তিনি সিঙ্গাপুরে যান। সেখানে পূর্বের চিকিৎসক ও হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর লিম ইয়েন টেং-এর অধীনে চিকিৎসা নিতে ৩০ আগস্ট তিনি সিঙ্গাপুরে পৌঁছান।
সিঙ্গাপুরে পৌঁছে ৩১ আগস্ট বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন তিনি। তবে চিকিৎসকের পরামর্শে ২ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং শেষ পর্যন্ত ৩ সেপ্টেম্বর বিকেলে তাকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: খালেদা জিয়ার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়মিত তার খোঁজখবর নিচ্ছেন। একই দিন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তার সঙ্গে কথা বলেন।
এএস
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় আ.লীগ ফিরে আসতে পারে: রুমিন ফারহানা

নুরকে সুস্থ দেখানোর চেষ্টা চলছে, কিন্তু অবস্থা গুরুতর: রাশেদ খান

গণঅধিকার পরিষদের জরুরি সংবাদ সম্মেলন আজ

খালেদা জিয়ার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
