নতুন বাংলাদেশ গড়তে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন জরুরি: আমীর খসরু


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:১১ পিএম, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫


নতুন বাংলাদেশ গড়তে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন জরুরি: আমীর খসরু
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক সংস্কৃতি বদলানো এবং সহনশীল মনোভাব গড়ে তোলা অত্যন্ত জরুরি।


বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে এক সভায় তিনি এসব কথা বলেন।


আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় আ.লীগ ফিরে আসতে পারে: রুমিন ফারহানা


আমীর খসরু জানান, গণতন্ত্রে সবাই নিজের মতামত প্রকাশ করবে, এটাই স্বাভাবিক। গণতান্ত্রিক সংস্কৃতি টিকিয়ে রাখতে হলে রাজনৈতিক সহনশীলতা এবং মানসিকতার পরিবর্তন অপরিহার্য।


তিনি অভিযোগ করেন, যারা নির্বাচনে অংশ নিতে চায় না, তারা আসলে শেখ হাসিনার সুরেই কথা বলছে। শেখ হাসিনা ক্ষমতা ছাড়লেও দেশে স্বৈরাচারী মানসিকতা রয়ে গেছে, যা গণতন্ত্রের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।


আরও পড়ুন: নুরকে সুস্থ দেখানোর চেষ্টা চলছে, কিন্তু অবস্থা গুরুতর: রাশেদ খান


সংস্কারের প্রসঙ্গে তিনি বলেন, প্রস্তাব আসবে এবং তাতে সবার একমত হওয়া সম্ভব নয়। তবে যেসব বিষয়ে ঐকমত্য হবে সেগুলো বাস্তবায়ন করতে হবে। আর যেখানে মতপার্থক্য থাকবে, সেগুলো জনগণের কাছে নিতে হবে। জনগণের রায়ই হবে চূড়ান্ত সিদ্ধান্ত।


আমীর খসরু আরও বলেন, হাসিনা ক্ষমতা ছাড়লেও তার মানসিকতার অনুসারীরা এখনো সক্রিয়। তারা সামান্য ভিন্নমত সহ্য করতে পারে না, সুযোগ পেলেই মব তৈরি করে অন্যদের দমন করে। এটা গণতান্ত্রিক আচরণ নয়।


আরও পড়ুন: মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান


তিনি আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া অব্যাহত থাকবে। বিএনপি সবসময় গণতান্ত্রিক নির্বাচনের পক্ষে এবং ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে বলে তিনি দৃঢ় বিশ্বাস প্রকাশ করেন।


এএস