রাজশাহীতে বিএনপির গণসমাবেশে ইন্টারনেট বন্ধ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:৪৪ এএম, ৪ঠা ডিসেম্বর ২০২২

রাজশাহীতে চলছে বিএনপির গণসমাবেশ। নির্ধারিত সময়ের দুঘন্টা আগেই শুরু হয়েছে সমাবেশে। কিন্তু সকাল ৯ টার পর থেকে সেখানে মোবাইল ফোনের ইন্টারনেট বন্ধ রয়েছে। এতে করে অস্বস্তির মধ্যে পড়েছে সমাবেশস্থলে আগত মানুষজন ও সংবাদকর্মীরা।
কিন্তু বিএনপি সমাবেশ মঞ্চের বাম পাশে সাংবাদিকদের জন্য ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যবস্থা করে। এটি বর্তমানে কাজ করছে না। এর ফলে সাংবাদিকেরা ঘটনাস্থল থেকে সংবাদ সরবরাহ করতে পারছেন না।
সেখান থেকে গণমাধ্যমকর্মীরা জানান, সকাল থেকে নেটওয়ার্ক না থাকার কারণে ছবিসহ লাইভ করতে পারছি না। ভিডিও পাঠাতে পারছি না। অফিসের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এতে করে আমরা ঝামেলার মধ্যে পড়েছি।
জেবি/ আরএইচ/