অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ের আগে মেসির কড়া বার্তা


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৬:৫৯ পূর্বাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২২


অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ের আগে মেসির কড়া বার্তা
মেসি কি পারবেন আর্জেন্টিনার ভাগ্য পাল্টাতে?

কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচ হারের পর ফের ঘুরে দাঁড়িয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। মেক্সিকো এবং পোল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিয়ে শেষ ১৬'র টিকিট নিশ্চিত করেছেন তারা। নক আউট পর্বে মেসিদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।


যদিও প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়া অপেক্ষাকৃত সহজ। কিন্তু তবুও তাদের ছোট করে দেখতে নারাজ  আলবিসেলেস্তাদের অধিনায়ক লিওনেল মেসি। 


অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ে নামার আগে তিনি বলেন, 'অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা কঠিন হবে। যে কেউ যে কাউকে হারিয়ে দিতে পারে, সবার জন্যই সমান সুযোগ। আমাদের এমনভাবেই প্রস্তুতি নিতে হবে যেমনভাবে আর দশটা ম্যাচের জন্য নেই। আমাদের শান্ত থাকতে হবে, ম্যাচ বাই ম্যাচ চিন্তা করতে হবে।' এদিন পোল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করা নিয়েঅ কথা বলেছেন এই ক্ষুদে জাদুকর। সেই ঘটনা নিয়ে মেসি বলেন, 'পেনাল্টি মিস করে রাগ উঠেছিল। তবে আমার ভুলের পর দল দারুণভাবে ঘুরে দাঁড়ায়। আমরা জানতাম, একটা গোল হলে ম্যাচ বদলে যাবে।'