ঢাকা দখল করলে কি আমরা ললিপপ খাবো: কাদের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:১৯ এএম, ৪ঠা ডিসেম্বর ২০২২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আপনারা নাকি ১০ ডিসেম্বর ঢাকা দখল করবেন?আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবো?
আজ শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে ঢাবি ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে কাদের বলেন, ফখরুল সাহেব পল্টনকে আমরা ভয় পাই না। আমরা ভয় পাই আপনাদের আগুন সন্ত্রাসকে।
ওবায়দুল কাদের বলেন, ৭ মার্চের ঘোষণা, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ, মুক্তিবাহিনীর বিজয়ের সোহরাওয়ার্দী উদ্যান ফখরুলের পছন্দ হয় না। বেগম জিয়াও সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করেছেন, গত নির্বাচনেও তিনি সমাবেশ করেছেন।
ওবায়দুল কাদের বলেন, ঢাকা শহরে বাড়ির সামনে লেখা থাকে কুকুর থেকে সাবধান, জনগণ বলে বিএনপি থেকে সাবধান। নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি প্রশ্ন করেন, বিএনপিকে কেউ বিশ্বাস করে? তখন ছাত্রলীগের নেতাকর্মীরা জবাব দেয় না..। আবার প্রশ্ন করেন খেলা হবে? তখন নেতাকর্মীরা বলেন, হবে...।
জেবি/ আরএইচ/