খালেদার বাসার সামনে চেকপোস্ট
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২২

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজার সামনে চেকপোস্ট বসানো হয়েছে। বেশকিছু সংখ্যক পুলিশ সদস্য সেখানে মোতায়েন করা হয়েছে।
গতকাল শনিবার (৩ ডিসেম্বর) রাত ৮ টার পরে পুলিশ চেকপোস্ট বসায়।
বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে।
ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আব্দুল আহাদ বলেন, সেখানে নতুন করে চেকপোস্ট বা তল্লাশি চৌকি বসানো হয়নি। আগে থেকেই ছিল।
জেবি/ আরএইচ/